[১] গলতে শুরু করেছে অ্যান্টার্কর্টিকার একটি দানবীয় হিমবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ৫ ফিট
প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৯:০৭
আসিফুজ্জামান পৃথিল : [২] গত ২২ দিনে অ্যান্টার্কর্টিকার একটি বিশাল হিমবাহ ৩ মাইল আকার হারিয়েছে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ইরভিন এবং নাসার জেট প্রোপালশান ল্যাবরেটরির গবেষকরা এই তথ্য জানিয়েছেন। সিএনএন [৩] প্রধান গবেষক এরিক রিগনট এক বিবৃতিতে বলেন, ‘আমরা এতোদিন পূর্ব এন্টার্কর্টিকাকে কম ঝুঁকিপূর্ণ ভাবতাম। কিন্তু ডেনমান হিমবাহটি গলে যাচ্ছে। আমরা এখন এই অঞ্চলের সামুদ্রিক বরফ …